মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা

সম্মানিত সদস্যবৃন্দ/ শ্রদ্ধেয় স্যার/ প্রিয় সহকর্মী,

আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা রইল।

মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে ভাষা শহিদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ ও অমর একুশের চেতনাকে ধারণ করে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নির্বাহী কমিটি, এএএবি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ বিকাল ৩.০০ টা থেকে ৫.০০ টা পর্যন্ত এএএবি এর সম্মানিত সদস্যবৃন্দের সন্তানদের জন‍্য বাংলা কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে যা, ভার্চুয়াল (জুম) প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

বাংলা কবিতা আবৃত্তি এবং চিত্রাংকন প্রতিযোগিতা ৩টি গ্রুপে ভাগ করা হয়েছে ।  

১। ‘ক’ গ্রুপঃ প্রাথমিক বিদ্যালয় পর্যায় (৫ম শ্রেণী পর্যন্ত),

২। ‘খ’ গ্রুপঃ মাধ্যমিক বিদ্যালয় পর্যায় (৬ষ্ঠ শ্রেণী – ১০ম শ্রেণী),

৩। ‘গ’ গ্রুপঃ উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায় (একাদশ শ্রেণী থেকে তদূর্ধ্ব)।

উল্লিখিত অনুষ্ঠানটি অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত করার লক্ষ্যে সম্মানিত সদস্যবৃন্দ এবং তাঁদের সন্তানদের অংশগ্রহণ একান্তভাবে প্রত্যাশা করছি। প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে অনুগ্রহপূর্বক নিম্নে প্রদত্ত গুগল ফরমে আগামী ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ তারিখের (রবিবার) মধ্যে  রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করছি।

অনুষ্ঠান সংক্রান্ত যে কোন প্রয়োজনে নিম্নোক্ত সদস্যবৃন্দের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল-

১। জনাব মোঃ মাহবুব সোবহানী, আহ্বায়ক, জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সাব-কমিটি ও যুগ্ম সম্পাদক, নির্বাহী কমিটি, এএএবি, মোবাইলঃ ০১৯১১১১১১০৭।

২। জনাব মোছাঃ আইরিন পারভীন, সদস্য সচিব, জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সাব-কমিটি ও অনুষ্ঠান ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, নির্বাহী কমিটি, এএএবি, মোবাইল নঃ ০১৭২৭২৪৯৪৪৮।

আপনাদের সবাইকে ফাল্গুনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।

        ## প্রয়োজনীয় লিংক ও গুগুল ফর্ম :

রেজিস্ট্রেশনের জন্য গুগুল ফর্ম ( ১৮ .০২.২৪ তারিখ পর্যন্ত)

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfJmXCO0Rq64bWYWxCt0-wq1RSiT4VX3tOH2deQ5yWTeFGHMw/viewform?usp=sf_link

অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিম্নের জুম লিংক, ID ও Passcodeটি ব‍্যবহার করার জন্য অনুরোধ করা হল (২৪.০২.২০২৪ তারিখ বিকাল-৩.০০ ঘটিকা)। 

Topic: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, আয়োজনে: অস্ট্রেলিয়া অ্যালামনাই এসোসিয়েশন বাংলাদেশ (AAAB) Time: Feb 24, 2024 02:45 PM Dhaka

Join Zoom Meeting

https://zoom.us/j/98660983284?pwd=MnhySkc2NHB0TDdudVJNSW9IU3lHQT09

Meeting ID: 986 6098 3284

Passcode: 1952

ধন্যবাদান্তে,

মো: আবু নাসার উদ্দিন

সভাপতি,  নির্বাহী কমিটি ২০২৪-২০২৫

অস্ট্রেলিয়া এ্যালামনাই এসোসিয়েশন বাংলাদেশ (এএএবি)

        এবং

ফাতেমা জাহান স্বর্না 

সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটি ২০২৪-২০২৫

অস্ট্রেলিয়া এ্যালামনাই এসোসিয়েশন বাংলাদেশ (এএএবি)।